এমন কোনো দিন নেই
নেই অদৃশ্য কোন বাধা,
এগিয়ে আসবে যেই-
রঙ হারিয়ে হবে সাদা।


আত্মা ছাড়া যেমন দেহ
দেহ ছাড়া যেমন আত্মা!
থাকে বেঁচে দেখাক কেহ
এমন হলে তা মিথ্যা।


রাতের পেঁচি দেহের রূপ
এমনই দুই মিলিত ছায়া,
হয়না কখনও নিশ্চুপ
বিচ্ছেদ বা ভুল মায়া!


হাতের সাথে রেখে হাত
পার করে দেয় ঝড়…
নাম জপে দিন রাত
ওদের আছে নিজের শহর।


ভুলের ফাঁদেও পা দিয়ে
বেড়িয়ে আসতে জানে,
নামটা বুকে জড়িয়ে
প্রেমকে মেশায় স্নানে।


জল বিনা মছলির দশা
পেঁচির রূপ দূরে গেলে!
মন্ত্র ওদের ভালোবাসা
সুখী ওরা এক হলে।


________________
রচনাকালঃ
২৬ সেপ্টেম্বর ২০২১
রাত্রি ১১ টা ২১