যে মা তোরে জন্ম দিল
করল লালন পালন,
তারেই তুই বড়ো হয়ে
ভাবলি না যে আপন।


দিলি ছুড়ে বৃদ্ধাশ্রমে
সেথায় দিলি ঠাঁই,
এমন ছেলের ভাগ্যে তবে
স্বর্গের সুখ নাই।


তোর ঠাঁই ঐ নরকে
মরবি জ্বলে পুড়ে,
বিধাতাও তোকে ঠিক
নরকে দেবে ছুড়ে।


একবারও কি পড়ে না মনে
মায়ের কষ্টের কথা?
তোরে জন্ম দিতে মা
পেল কত ব্যথা।


নিজে না খেয়ে মা
দিল তোর মুখে,
সেই মায়ের হৃদয় আজ
ভরে দিলি দুঃখে!


মায়ের ঋণ বড় ঋণ
সবার ওপরে স্থান,
সেই মায়েরেই আজ তুই
দিলি না তার মান?


তোর যখন জ্বর এল
মা-যে ছিল পাশে,
জল পটি করেছে সে
সারা রাতি বসে।


তুই কোথাও আঘাত পেলে
মা-ই আসে আগে,
তোর থেকেও বেশি কষ্ট
মায়ের মনেই জাগে।


মায়ের অবদান যতই বলি
শেষ কি তার আছে,
সবার ওপর মায়ের স্থান
সবাই তার নীচে।


সেই মাকেই কষ্ট দিস
ওরে পাপী ছেলে,
বুঝবি তুই এমন অবস্থা
তোর একদিন হলে।


সময় থাকতে তোরা তাই
মায়ের সেবা কর,
ক্ষমা চেয়ে মায়ের ঐ
পা দুখানি ধর।


মায়ের পূজা কররে তুই
দে মায়ের মান,
তোর কাছে মা-ই আল্লা
মা যে ভগবান।