তোমার ওপর রাগ করি
আমি করি অভিমান,
তখন আমি ভুলেই যাই
তুমিই আমার প্রাণ।
কিন্তু যখন তুমি
সামনে আমার আসো,
ওই সুন্দর মুখে
মিষ্টি হাসি হাসো,
রাগ অভিমান যত
যাই সব ভুলে,
মোমের মত অনায়েসেই
যাই আমি গলে।
কিন্তু ওগো এর কারণ
আমি জানতে চাই,
রাগ অভিমান তোমার সামনে,
কেন ভুলে যাই!
কি যাদু আছে
তোমার ওই হাসিতে,
যা পারে এক নিমেষে
আমায় হারিয়ে দিতে।
থাকো তুমি জিতেই থাকো
আমার ওপরে,
তোমার ওপর রাগ করে
থাকবো কেমন করে!
রাগ অভিমান যতই করি
নরম আমার মন,
তোমায় ভাবি এজীবনে
আপনের চেয়েও আপন।
তোমায় শুধু একটা কথা
আমি বলে যাবো,
তোমার প্রেমে সারাজীবন
পাগল আমি হব।