জেদ করে অভিমানে,
কষ্ট পেলাম আমি মনে।
তবু তুমি এলে না,
শোনো নি আমার কান্না।
কত আশা ছিল মোর,
যখন হবে রাত্রি ভোর।
আসবে তুমি চুপটি করে,
বলবে আমায় বুকে ধরে -
রাগ কোরোনা প্পীজ সোনা,
এমনটা আর করবো না।
রাখবো তোমায় সদা খুশি,
বাসবো ভালো আরো বেশি।
অভিমান আর কোরো না,
ও লক্ষীটি আমার সোনা।
অভিমান সব ভুলে গিয়ে,
আমায় বুকে নাও জড়িয়ে।
কিন্তু হায় কেমন করে,
রইলে তুমি শুধুই দূরে।
অভিমান এসে ভাঙ্গালে না,
করিনি আমি তোমায় মানা।
অভিমান বুকে জমা রইল,
একি অবস্থা আমার হল !
কষ্টের আঁধারে দিলে রেখে,
একবার গেলে না তুমি দেখে।
হায়রে একি নিঠুর খেলা,
করলে তুমি আমার বেলা।
যতদিন না নেবে টেনে,
ভালোবাসা দিয়ে তোমার মনে,
এই আঁধারেই পড়ে রব,
দুঃখের আমি সাথী হব।
ইচ্ছা হলে নিও তুলে,
ভালোবাসার আলো জ্বেলে।