দুঃখের সনে করিলাম বাস
হইল বহু দিন,
দুঃখের কাছে তাইতো আমার
হইল কত ঋণ।
পাইবো কবে সুখের দেখা
হইবো একটু সুখী,
অশ্রু জলে ভরবে না আর
আমার দুটি আঁখি।
আশায় আশায় রইলাম বসি
কাটিল কত কাল,
এখন দেখি জীবন বেলার
হইল যে বিকাল।
সুখ পাখি আমায় বুঝি
দেবে না আর ধরা,
তাইতো কষ্টে বিভোর হইয়া
হইলাম দিশে হারা।
এমন করিয়াই কাটিবে বুঝি
আমার এই জীবন,
এরই মাঝে হঠাৎ কবে
আসিবে যে মরণ।