ভুলে ভুলে আমার জীবনটা নষ্ট,
তাই আজ পাই যে শুধু কষ্ট।
যা করি,যা বলি এই মুখে,
তা-ই জীবন ভরে দেয় দুঃখে।
কেনই বা আছি বেঁচে,
শুধুই বৃথা সুখের খোঁজে।
পদে পদে যার ভুলে ভরা,
তার নাকি আবার স্বপ্ন গড়া!!!
পারিনা করতে কিছুই ভালো,
আমায় তুমি যতই বলো।
সবকিছু সব বুঝে শুনে,
তাও রবে ভুল মোর জীবনে।
ভালো করছি এই ভাবি,
পরে দেখি ভুল সবই।
ভালোটা নাই মোর কপালে,
জীবন ভরা ভুলে ভুলে।
ভুলে ভরা এজীবনে তাই,
সুখের সন্ধান কভু নাই।
ভালো কভু করিনি একচুল,
এজীবনে ভুল সবই ভুল।