'মানবতা' - আদৌ কি কোন অস্তিত্ব আছে
বর্তমান এই মনুষ্য সমাজে !
মানবতার খোঁজে গিয়েছিলাম -
দেশ দেশান্তরে আমার কল্পলোকে।
দেখলাম এক পুত্রকে যে,
বিসর্জন দিয়ে তার মানবতাকে
মাতাপিতার ঠিকানা করেছে বৃদ্ধাশ্রমে।
ভুলে গেছে সে এক নিমেষে,
কত কষ্টে লালন পালন করেছে
পিতামাতা তাকে ছোট থেকে।


মানবতার সন্ধান পাই নি,
সেই বিত্তবানের মধ্যে যে,
বৃদ্ধ ভিখারীকে একটি টাকা না দিয়ে
ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে।
গিয়েছিলাম সেই কারখানায়
কঠোর পরিশ্রমে রত
ছোট ছোট কয়েক শিশু।
সেই মালিকের মধ্যে পাইনি
মানবতার লেশমাত্র চিহ্ন।


গিয়েছিলাম মানবতার খোঁজে-
সেই নারীর কাছে যে লিপ্ত,
ভালোবাসার কুৎসিত খেলায়।
প্রেমের গায়ে কালিমা দিয়ে
রূপান্তর করেছে তাকে পাপে।
যৌন লালসায় মত্ত হয়ে,
দেহের ক্ষুধা মেটাতে গিয়ে
জনম্ দিল এক শিশুরে।
তারেই আবার ফেলে দেয় নর্দমাতে।
তার মধ্যে পাই নি-
মাতৃত্বের বা মানবতার এতটুকু চিহ্ন।


সেইসব মানুষরূপী রাক্ষসদের মধ্যে
পাইনি মানবতার খোঁজ,
যারা নারীজাতির সন্মানের পরিবর্তে
বলাৎকারে লিপ্ত হয়ে প্রতিনিয়ত
করে চলেছে সন্মানহানী।


মানবতার খোঁজে গিয়েছিলাম-
সদ্য বিবাহিত চাকুরীজীবির বাড়িতে।
দেখলাম চলছে অত্যাচার,
নিষ্পাপ নববিবাহিতা বধূর ওপর।
কারন নিছক লজ্জাজনক-
গরীব পিতা পারেনি দিতে,
যৌতুকের বাকী টাকাটুকু।
সেখানেও তাই পেলাম না,
মানবতার বিন্দুমাত্র চিহ্ন।
কোথায় মানবতা কোথায়?
মানবতার খোঁজে হই দিশেহারা।