তরনী লয়ে নদীর তীরে,
এলাম আমি ধীরে ধীরে।
কখন তুমি এসে,
তরনীতে উঠবে বসে।


তারই প্রতিক্ষায় আমি রই।
হঠাৎ ঘুমে বিভোর হই।
নিশিথ হল অনেক এখন,
কেন তুমি করছ এমন।


কথা ছিল তুমি আসবে,
আমার সাথে ক্ষনেক রবে।
তরনী চড়ে যাবো দূরে,
তুমি আমি বহু দুরে।


মনের কথা বলব খুলে,
সময় নাহয় যাবো ভুলে।
শুনবে তুমি চুপটি করে,
বাহু ডোরে আমায় ধরে।


জ্যোৎস্নার রাতে তোমায় দেখবো,
তোমার পানেই তাকিয়ে রব।
মোদের মাঝে রবে না কেউ,
সাথ দেবে জলের ঢেউ।


কিন্তু তুমি আসো কই,
আমি তোমার প্রতিক্ষায় রই।
তোমার ঐ পথের পানে,
তাকিয়ে রই আনমনে।


এতক্ষনে এলে তুমি,
বুঝলাম তোমার নুপুর শুনি।
তরনীতে এসো বসে,
চলো যাই দূর দেশে।