কত ইচ্ছা হেরে যায় তার অবহেলায়,
দিন যায় কত চলে তারই অপেক্ষায়।


তাও হয়না অনুমতি একটুখানি দেখার,
চাইনা আমার পৃথিবী সেই তো সংসার।


ইচ্ছে করে দেখি তাকে সামনে বসিয়ে,
ঘন্টা, মিনিট, দিন যাক বেলা বয়ে।


তার মুখে তাকিয়ে থেমে যায় ক্লান্তি,
রাগের যত কারণ দিয়ে যায় ইতি।


কন্ঠে তার বসে থাকে পড়ন্ত বিকেল,
প্রতি শব্দ শ্রবণে যেন তৃপ্তি অঢেল।


ইচ্ছে হয় শোনার তার মধুর কথা,
বলে যাক সে আমি হব- শুধু শ্রোতা।


রৌদ্র গুছিয়ে সে জ্যোৎস্নার কারিগর,
সে থাকলে পাশে সেজে ওঠে শহর।


তার মুখে হাসি রাখা পূণ্য অর্জন করা,
প্রেমিকার ভূমিকায় আমার পেঁচি সেরা।


________________________
রচনাকালঃ
২ জানুয়ারি ২০২২
সকাল ৯ টা ৫৩