কষ্ট, কষ্ট তার দেখে নাতো কেউ,
বুকে সঞ্চিত কত দুঃখের ঢেউ।
জন্মেছিল সে নিষ্পাপ ফুল হয়ে,
কত হাসি খুশি এনেছিল বয়ে।
সেই ফুল ক্রমে হল পরিণত,
মুগ্ধ জগৎ রূপ ও গন্ধে যত।
চেয়েছিল সে পূজার অর্ঘ্য হবে,
অপেক্ষা ছিল দিন আসবে কবে!
কিন্তু হায় নিষ্ঠুর এই সমাজ,
লোলুপ হাতে কাড়ল তার লাজ।
কোমল পাপড়ি একে একে খুলে,
করল পূরণ চোখ অশ্রু জলে।
সবাই মিলে যে করল ধর্ষণ,
বিষ বিন্দু শরীরে হল বর্ষণ।
নিষ্ঠুরতা ছাপ প্রতি ভাঁজে ভাঁজে,
কলঙ্কিত সে,বাঁচার আশা খোঁজে।
চেয়েছিল দোষী শাস্তি পায় যাতে,
ফিরিয়ে দেয় আইন খালি হাতে।
সকল স্বপ্নই গেল তার ভেঙ্গে,
পাপের ছোঁয়া তার রয়েছে অঙ্গে।
কলঙ্কিত হয়ে বেঁচে থাকা দায়,
অশ্লীল ভাষা শুনতে তাকে হয়।
সমাজ করেছে তাকে এক বন্ধ্যা,
আজ তাই সে রাতের রজনীগন্ধা।