আমারে তুমি ভুলি গিয়াছ দূরে চলি
নতুন সুখ নতুন স্বপনের আশে,
হয়নি কত বলা করিলে শুধু অবহেলা
অন্তরে রাখিব তবু তোমায় ভালোবেসে।


তোমার লাগি কাঁদিয়া সুখ গেল ভাসিয়া
হৃদয়ে শুধু বেদনা আর বেদনা,
হই আমি দুঃখী তুমি তবু সুখী,
ইহাই মোর মনে বড় সান্ত্বনা।


কিন্তু আমি একি তোমার মুখে দেখি
আঁকা শুধু বিষাদ আর বেদনা,
আনন্দ কোথায় গেল দুঃখ কেন এল
কষ্ট তোমার দেখে মনে সয়না।


এযে বিষম জ্বালা প্রিয়ার দুঃখের বেলা
কেমনে দেখি বলো এ চোখে,
ধরেছিনু যবে হাত দুজনে দুজনার সাথ
দিয়াছিলাম কথা রাখিব তোমারে সুখে।


তারই মন আজ নিয়াছে দুঃখেরই সাজ
সহিবারে তা মোর নাই ক্ষমতা,
দুঃখ ঘুচুক তার কন্ঠে আনন্দের হার
প্রার্থনা কষ্ট মিটুক তার হে বিধাতা।


যদি আসো ফিরিয়া নিব বক্ষে জড়াইয়া
ধরিব তোমায় এই বাহুডোরে,
দুঃখেরই অবসান শেষে করিব ভালোবেসে
ভরিয়া দিব অন্তর আদরে আদরে।


______________________________________