২২ সূর্যোদয় হয়ে গেল পার,
হয়নি দেখা তোমার আমার।
দিন নয়,যেন ছিল বছর...
বঞ্চিত আমি,নেই তোমার আদর।
পরের ঘরে বন্ধক দিয়ে আত্মা,
নিজেকেই নিজে করেছি আমি হত্যা।


অবশেষে বুকে মেশা বুক,
আত্মার পরশে কি পরম সুখ!
নিথর দেহে সচল প্রাণের ছোঁয়া,
আলোর প্রবেশ মুছে কালো ধোঁয়া।
পেলাম যেন ফিরে পাওয়া গুপ্তধন,
আমার বুকে আমার সেই আপন।
লাগল জোড়া কেটে দেওয়া প্রাণ,
নিঃশ্বাসে নিঃশ্বাস অমরত্বের দান।
বেঁচে থাকার স্বাদ তোমার ছোঁয়ায়,
নিঃশ্বাস গোনা যায় এই অপেক্ষায়।


কিন্তু হায়! বিরহের বিষে এই জীবন,
যাবে ডুবে,ক্ষণিক সুখের হবে সমাপন।
চলে যাবে প্রিয়া আবার অনেক দূর,
মনে করাল হাতের শাখা,সিঁথির সিঁদুর।


________________________________
রচনাকালঃ
১০ জুলাই ২০১৮
রাত্রি ৮ টা ১২