বারান্দার রেলিংয়ে রঙিন প্রজাপতির মতো
         মিঠে রোদ মাখ প্রায়-ই।
      যে ছেলেটি আড়চোখে চেয়ে
         রাস্তার ওপারে প্রতিদিন-
       কখন মিশে যায় কুয়াশায়।
     একটু হাওয়া দিলে সরে এসে
   সেও তোমার কাহিনী হতে পারত।


যারা থোকা থোকা ফুল বিক্রি করে রোজ,
       ঘর ছেড়ে উত্তুরে হাওয়ায়।
         তারা কিন্তু জানত বেশ-
        সময় এখন পরিবর্তনের,
        সময় এখন পাতা ঝরার,
   যে পাতা এখনো পড়েনি মাটিতে,
             চুপিচুপি তারা..
     তোমার হারানোর গল্প শোনে।
   যে পাখি শীষ দেয়-
      অপেক্ষা করে বসন্ত দিনের।