আমি কবিতা- তুমি আমার ছন্দ।
আমি মহাপ্রলয়- তুমি ধ্বংস।
আমি স্রষ্টা- তুমি সৃষ্টি।
আমি অবিনাশী মেঘ- তুমি বৃষ্টি।
আমি ঋদ্ধ- তুমি উষ্ণতা।
আমি মরণ নেশা - তুমি মাদকতা।
আমি ঝঞ্ঝা - তুমি মাতাল হাওয়া।
আমি সুর, তোমাতে হারিয়ে যাওয়া।
আমি রুদ্ধ -তুমি বাতায়ন।
আমি ধূমকেতু- তুমি চন্দ্রগ্রহণ।
আমি যোদ্ধা- তুমি অস্ত্র
আমি নগ্ন- তুমি বস্ত্র
আমি বিহঙ্গ- তুমি মুক্তি
আমি বিশ্বাস- তুমি যুক্তি
আমি শরৎ- তুমি কাশফুল
আমি বসন্ত- তুমি মশগুল
আমি জীবন- তুমি প্রেমী
আমি প্রেমিক- তুমি তুমিই!