আব কে হাম বিছড়ে তো শায়েদ কভি খাবোঁ মে মিলে


[ আব কে হাম বিছড়ে তো শায়েদ কভি খাবোঁ মে মিলে
যিস তরাহ সুখে হুয়ে ফুল কিতাবোঁ মে মিলে ]
আজ আমরা দূরে তো হতে পারে কভু স্বপ্নে মিলে
যেমন শুকিয়ে যাওয়া ফুল কখনো কেতাবে মিলে


[ ঢুনঢ উজড়ে হুয়ে লোগো মে ওয়াফা কে মোতি
ইয়ে খাজানে তুযে মুমকিন হে খারাবোঁ মে মিলে ]
খুঁজো সর্বহারা লোকেদের মাঝে বিশ্বাসের মোতি
এ সম্পদ তোমার হতেও পারে মন্দলোকে মিলে


[ গামে দুনিয়া ভি গামে  ইয়ার মে শামিল কর লো
নেশা বাড়তা হে শারাবেঁ যো শারাবোঁ মে মিলে ]
পৃথিবীর যন্ত্রণাকে বন্ধুর দুখে শামিল করে নাও
নেশা বেড়ে যায় যখন শারাব আবার শারাবে মিলে


[তু খোদা হে না মেরা ইশক ফারিশতোঁ যেয়সা
দুনো ইনসাঁ হে তো কিউঁ ইতনে হিজাবোঁ মে মিলে ]
তুমি খোদা বটে, নয় আমার প্রেম ফেরেশতাদের মতো
দু'জন মানুষ হয়ে তবু কেনো এতো হিজাবে মিলে?


[ আব না ও মেয় হু না ও তু হে না ও মাযি হে 'ফারাজ'
যেয়সে দো সায়ে তামান্না কে সারাবোঁ মে মিলে ]
আজ না সেই আমি, না সেই তুমি, না সেই অতীত 'ফারাজ'
যেনো দুই আশার প্রতিচ্ছায়া মরিচীকাতে মিলে


(অনুবাদে গজলের আঙ্গিক অনুসরণ করা হয়েছে)


নিউইয়র্ক
১৮ নভেম্বর, ২০১৭