কাভি আয় হাকিকতে মুনতাযির নযর আ লেবাস-এ-মাজায মে


[ কাভি আয় হাকিকত-এ-মুনতাযির! নাযার আ লেবাস-এ-মাজায মে
কে হাজার সাজদে তড়প রাহে হে মেরি জাবিন-এ-নিয়ায মে ]
কভু এসো কাংখিত বাস্তবতা ধরা-ছুঁয়া পোশাকের মাঝ হতে
হাজার সেজদা তড়পায় আমার বেরোতে কপালের ভাঁজ হতে


[ তারব আশনায়ে খারোশ হো, তু নাওয়া হে মেহরাম-এ-গোশ হো
ও সোরুদ কিয়া কে চুপা হুয়া হো সাকুত-এ-পর্দা-এ-সায মে ]
চেনাজানা ধ্বণি হিল্লোলে তুমি কর্ণকুহরে প্রিয় সুর-তাল
সেই সরোদ কী যে গোপনে কাঁদে নীরব তন্ত্রির মাঝ হতে !


[ তু বাঁচা বাঁচা কে না রাখ উসে, তেরা আয়না হে ও আয়না
কে শেকস্ত হো তো আযিযতর হে নিগাহে আয়না সায মে ]
তুমি বাঁচিয়ে বাঁচিয়ে রেখোনা তারে, তোমার আয়না ঐ আয়না
ভেঙে যায় যদি নন্দিত হবে আরশির রাজাধিরাজ হতে


[ দাম-এ-তাওফ কারমাক-এ-শামা নে ইয়ে কাহা কে ও আসার-এ-কুহান
না তেরি হিকায়াত-এ-সোয মে, না মেরি হাদীস-এ-গুদায মে ]
দেদীপ্য শিখাকে ঘিরে পতঙ্গ বলেছিল, ঐ হারানো প্রভাব
না তোমার ইচ্ছার দহনে, না আমার গল্পে কারুকাজ হতে


[ না  কহি জাহাঁ মে আমাঁ মিলি, যো আমাঁ মিলি তো কাহাঁ মিলি
মেরে জুরম-এ-খানা খারাব কো তেরে উফু-এ-বান্দা নাওয়ায মে ]
না কভু জগতে শান্তি পেলাম, শান্তি এলো তো কোথা হতে এলো?
নীড় নষ্টের অপরাধকে বাঁচায় তোমার দাস-প্রীতি লাজ হতে


[ না ও ইশক মে রহি গারমিয়াঁ, না ও হুসন মে রহি শোওখিয়াঁ
না ও গযনভি মে তড়প রাহি, না খাম হে জুলফ-এ-আয়ায মে ]
না প্রেমে রয়েছে আজ উষ্ণতা, না ঐ রূপে রয়েছে প্রাণরস
না গযনভিতে তোলপাড়, না ঐ ঝাঁকড়া-চুল আয়ায হতে


[ যো মেয় সর বাসাজদা হুয়া কভি তো যমীঁ সে আনে লাগি সাদা
তেরা দিল তো হে সানাম আশনা, তুযে কিয়া মিলেগা নামায মে ]
যদি আমার শির নত হয় কভু, ভূমি হতে আসে ধিক্কার
হৃদয়ে তুমি বুত-বান্ধব, কি আশা তোমার এ নামায হতে ?


নিউইয়র্ক
০২ ডিসেম্বর, ২০১৭