এটা কেমন বৃষ্টি,
তবে বিধাতার সৃষ্টি,
বৃষ্টি পড়ছে পড়ুক,
মেঘটা অন্তত সুরুক।


এখানে আছে সেখানে নেই,
পড়ছেতো বৃষ্টি সেই,
হঠাৎ হঠাৎ বিজলানি,
হাল্কা ঠান্ডা তবু ধরছে কাঁপুনি।


চলছে প্রচন্ড তুফান বাতাস,
তবে মেঘলা কম আকাশ,
গাছ থেকে পড়ছে কচি আম,
গাছে এখনো ঠিক ধরেনি জাম।


এবার গাছে কাঁঠালও কম,
গরম তাল পাকার সম।
এখনো আকাশ মেঘলা ভাব,
বৃষ্টি আসবে নিশ্চিত বুঝি তার স্বভাব।


বাড়বে শাক সব্জির অভাব,
বাড়লেও দাম মরবে কৃষক জনাব,
নদি নালায় বাড়বে বৃষ্টির পানি,
জলের তলার থাকবে সবকিছু তাহাও জানি।


হতে পারে জীবের বিভিন্ন রোগ,
চলে গেলে পালন করিবে শোক,
রাস্তা ঘাট থাকতে পারে জলের নিচে,
আগাম বলিলে হতে পারে মিছে।