তীব্র তাপ গরমের ফ্লো,
আবাস নেই বৃষ্টির ক্লু,
অনবরত বাড়ছেই তাপ,
কি যে করি বাপরে বাপ!


তীব্র তাপমাত্রা হাল্কা বাতাস,
ফেলছে অনবরত  দীর্ঘশ্বাস,
কস্ট হচ্ছে নিতে নিঃশ্বাস,
করিতেছেন সকলে মৌন নিবাস।


প্রচন্ড গরমে মন অশান্ত,
তাপ অসহিষ্ণুতার সাথে বিভ্রান্ত,
তীব্র গরমে বাড়ছে  সানস্টোক,
সমধানে করছে হাইস্পিড ফ্যান আর ফ্রিজ বুক।


গরমে স্কুল কলেজ রাখছে বন্ধ,
আমরা হলাম  কালা অন্ধ,
প্রকৃতির আবহাওয়া করছি নস্ট,
চালক হয়েও মতিভ্রষ্ট।


চলছে রোজ কলকারখানা,
আরো চলছে মোটরযান
নদী নালা ভর্তী ময়লা আবর্জনা,
করছি অকল্যান সাধনা।


গরমে শরীর মন থাকছেনা সবল,
পরছি মোরা  গরমের কবল,
প্রকৃতি হননকারী সামলাতে  পরিস্থিতি,
আসলে কি পারব ফিরাতে স্থিতি।


রোজ করছি পরিবেশ দূষণ,
আবার ভাবছি কিভাবে হবে মোশান,
প্রতিদিন করছি রোশান,
উজ্জ্বল হলেও চলবে স্লো মোশান।


রোজ চলছে বৃক্ষ নিধন,
নাহি আছে বৃক্ষরোপন,
চতুর্দিকে রোজ হট্টোৎসব
নামেই আছে বনমহোৎসব।