রাতের আঁধারে জোনাকিরা,
চলে এলোমেলো,
টিপটপ জ্বলে আলো,
নাহি দেয় কেহ ভেলু।


সেই আলোতে চলতে পারি,
নাহি লাগে তেল,
পাঁকা ফল কাঁচা হয়,
নাম তার বেল।


তারার মত দিনের আলোয়,  
দেখা মেলা ভার,
যতই তাকে খোঁজ তুমি,
দেখা মিলবে না তাহার।