পৃথিবীতে এসেছিলাম থাকিতে সুখে,
কখনো ভাবিনি যাবে সুখে দুঃখে।
প্রকৃতির নিয়মে বেঁধেছিলাম গাছের ডালে বাসা,
বেঁচে থাকব এটাই ছিল ভরসা।
ভাবিনি কখনো আসবে বাতাস,
আবার মেঘলা হতে পারে আকাশ।
শিশু বেলায় খাবার দিত মুখে,
ঘর ছাড়া করেছিল থাকিতে সুখে।
রাগ করিনি কভু থাকিব কোন নিড়ে,
আছি থাকব!সবাকার ভিড়ে।
আজ আর কেহ খোঁজ করেনা মোরে,
আওয়াজ করি তবু একই সুরে।
সুখে আছিতো বেশ!
জানিনাতো কবে হব শেষ।
আসে বৃষ্টি, ধমকা হাওয়া,ভুমিকম্প,ঘূর্ণিঝড়,
পাইনি কখনো আমৃত্যু বর।
তাই আর আজ কিছু নাহি ভাবি,
মনের সুখানন্দে এমনিতেই রহি।