বলতে পারো? বারে বারে বন্যা কেন আসে?
বানের জলে, চোখের জলে, স্বপ্ন কেন ভাসে?
বলতে পারো? বছর ঘুরলেই পাহাড় কেন ধ্বসে?
অবুঝ শিশু মাটি-চাপায় মৃত্যুকে পায় পাশে।
বলতে পারো? ফসল-ভরা হাওড় কেন ডুবে?
বাধগুলো সব নড়বড়ে হয়, পাহাড়সম লোভে।
বলতে পারো? বাড়ছে কেন চিকুনগুনিয়া?
’এমন’ কথা বলছেন নেতা- হাসছে দুনিয়া।
বলতে পারো? বৃষ্টি হলেই ’ঢাকা’ কেন নদী?
অপরিকল্পিত-পরিকল্পনা চলছে নিরবধি।
বলতে পারো? হচ্ছে কেন ‘সুচিন্তা’রা খুন?
করছে বড়াই, চলছে লড়াই, পানের সাথে চুন।
বলতে পারো? ‘বিবেক’টা কী? কোথায় ইহা থাকে?
বিবেক বেচতে সুশীল মানুষ যাচ্ছে-তাই দর হাঁকে।


আঁধার ভেঙ্গে আনতেই হবে বলতে পারার দিন,
লড়তে জানলেই হাসবে জীবন-বাজবে আশার বীন।