এই কবিতা স্বপ্ন দেখায়, এই কবিতা স্বপ্নময়
এই কবিতা সত্য বলে, এই কবিতা গল্প নয়।
এই কবিতা তোমার আমার, এই কবিতা তাহার নয়
এই কবিতা তাহার হবে, ভালোবাসা যাহার সয়।
এই কবিতা সকাল চেনে, এই কবিতা আলোকময়
এই কবিতা আমার দিনে, একান্তই আমার হয়।
এই কবিতা সরল-সহজ, এই কবিতা ছন্দময়
এই কবিতা দিনের শেষে, কঠিন কোন গদ্য নয়।
এই কবিতা ভালোবাসার, এই কবিতা ঘৃণার নয়
এই কবিতা ঘৃণার হবে, মানুষ যদি মন্দ হয়।
এই কবিতা দুখীনী মা, এই কবিতা কান্না লুকোয়
এই কবিতা বোনের কাঁদন, যে বোনটি শরীর বিকোয়।
এই কবিতা ছল জানে না, এই কবিতা লড়তে শেখায়
এই কবিতা সৃষ্টিশীলের, নতুন কিছু গড়তে শেখায়।
এই কবিতা প্রতিবাদের, প্রতিরোধের সাহস দেখায়
এই কবিতা সেই ভাইটির, যে ভাইটি ঘাম বেঁচে খায়।
এই কবিতা কৃষিজীবীর, ফসল ফলায় অকৃপণতায়
এই কবিতা মাটি-মায়ের, প্রাণের মিছিল উর্বরতায়।
এই কবিতা শ্রমজীবীর, শ্রমে-ঘামে দেশকে বাঁচায়
এই কবিতা নিঃস্বার্থতার, দেশের জন্য মরতে শেখায়।
এই কবিতা আমার সে বোন, যে বোনটি বস্ত্র বানায়
এই কবিতা সেই শিশুটির, যে শিশুটি মা খুঁজে পায়।
এই কবিতা দেশ-প্রেমিকের, এই কবিতা স্বাধীন দেশ
এই কবিতা তোমার-আমার, সবার প্রিয় বাংলাদেশ।।