আমরা - বার বার
সভ্যতা, মানবতা, সুশাসন
মানবাধিকারের কথা বলি,
অথচ, কোন এক পবিত্র সকালে,
চরম নিষ্ঠুরতায়, বর্বরতায়, পাশবিকতায়
শিশু রাকিব, রাজনদের মেরে ফেলি।


আমরা
কোন একটি ঘটনা ঘটার পরে,
রাস্তা-ঘাট, ফুট-পাত, পত্রিকা, টেলিভিশনের পর্দা
এমনকি দেশটাকেও কাঁপিয়ে দেই।
অথচ, রাজন’রা কেন স্কুলে না গিয়ে
সবজি বেঁচে,
একথা বলার সারা-বছর কেউ কোথাও নেই।


আমরা - সুযোগ পেলেই
সেমিনার, সিম্পোজিয়াম, টক্-শোতে দুর্নীতির
বিরুদ্ধে হই সরব,
সে-ই আমরাই
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের দুর্নীতির ব্যাপারে
আশ্চর্য্যজনকভাবে থাকি নীরব।


আমরা
সকাল-বিকাল, সন্ধ্যা এবং রাতে
শত-সহস্রবার, নৈতিকতার কথা বলি,
অথচ -  আমরা
অফিস-আদালত, পরিবার, ব্যক্তিজীবনে
ক্ষুদ্র-স্বার্থে, বার বার নৈতিকতাকে দেই বলি।


আসুন - আমরা
খানিকটা ঘুরে দাঁড়াই -  নিজেদেরকে বদলাই,
আগামী প্রজন্মকে
পবিত্র, সুন্দর এবং স্বপ্নীল
সমাজের স্বপ্ন দেখিয়ে যাই।।