শীতের সকাল আবৃত কুয়াশার চাদরে,
স্বপ্নের কলেবর বৃদ্ধি পায় লেপের নরম আদরে।
শিশির ভেজা বিস্তির্ণ মাঠে হলুদিয়া সর্ষে ফুল,
অপরূপ রূপে সুন্দরের পিপাসায় প্রকৃতি মশগুল।
পাতায় পাতায় শিশির বিন্দু, পুলকে ঝলমল,
হীরকের মতন আলোক বিকীরণে বিন্দু বিন্দু জল।
পৌষের রাত কুয়াশায় ঢাকা, হাড় কাঁপানো শীত,
উষ্ঞতা আনে হৃদয়ের কোনে,
গাঁয়ের বধুর ধান-ভাঙ্গানো গীত।
রাখাল বালক ছুটে চলে কোথা ক্ষেতের হাতাইল দিয়ে,
হিমালয় থেকে কনকনে বায়ু কাঁপন ধরায় গায়ে।
খেজুরের রসক অমৃতের স্বাদ, কে-ই-বা হারাতে চায়,
মায়ের হাতের বারো রকম পিঠা,
চারিদিকে জৌলুস ছড়ায়।
ফুটপাতে ঘুমায় নিষ্পাপ শিশু, কুকুরটাও পাশে থাকে,
কুকুর আর মানুষ উষ্ঞ্তা খোঁজে
ভালোবাসার ছবি এঁকে।
শীত নিয়ে আসে কারও জন্য সুখ,
কারও জন্য শুধুই কষ্ট-গাঁথা,
শীতের খুশীতে মশগুল হয়ে, ভুলে যেন না যাই
অসহায় মানুষের ব্যথা।
রাত-জাগা তারা একাকীই থেকো,
কারোরই নেই ভাবনা তোমাদের নিয়ে,
শীতে কাঁপা রাত একাকী বেড়ায় কুয়াশার চাদর ছড়িয়ে।