মমতা দি’ বললেন- তিস্তায় পানি নেই,
তিস্তায় পানি আছে- দিদি, তোমাতে ‘মমতা’ নেই।
পানি নিয়ে রাজনীতি, কুটনীতির শেষ নেই,
নদী তো প্রকৃতির ‘প্রকৃতির’ দেশ নেই।
অবস্থানের সুযোগে তিস্তাতে বাধ দাও,
নদীতো মায়ের মতো, মা’কে কেন আটকাও?
রাজনীতি রাজাতে থাকুক, নদী থাকুক নদীতে,
সমস্যা লালন করে কী সুখ গদীতে?
তিস্তার আলোচনায় দেখাও তুমি তোর্সা,
এত বড় নেতা তুমি, রাখা যায় না ভরসা!
পর্বতে জন্ম নদীর, শেষ হয় সাগরে,
পানিটা সকলেরই, বাস যাদের দু’পারে।
বলো দিদি, কে এমন- মায়ের স্নেহ কেড়ে নেয়?
এক সন্তানকে বঞ্চিত করে অন্যজনকে সব দেয়।
এ পারে জীবন নেই, আছে শুধু কান্না,
নদীতে অধিকার সবার, নদী কারও দান না।
জোড় করে কেড়ে নিয়ে বড় হওয়া যায় না,
বিদ্বেষের আলোচনায় ফল কেহ পায় না।
মন খুলে, ক্লেশ ভুলে সমাধানে মন দাও,
জলে ভরা তিস্তায় ভালোবাসা খুঁজে নাও।।