কতকাল বসি
এই শৈবালীনির ধারে
রইনু পরে কেবলি
তোমার তরে।
সখা হে,
আসবে কবে
তোমার তরী মোর
বিজন মনের দ্বারে?


পথিকেরা শুধায় মোরে
"রয়েছ হেথা কাহার তরে?"
আমি বলি,
আকাশ যতই হোক বৈরি
আসবে তাহার তরী।


পথিকরা সব যায় যে ফেলি
আমারে যায় পিছে ফেলি
আমি কেবলি নদির পানে চাহি
আশায় তোমার পথ হেরি।
এভাবেই কাটে মোর
দিবস-বিভাবরী।


সখা হে!
করিবে আর কত দেরি
আসবে কবে তোমার তরী??