'৭১- এ মুক্তিযুদ্ধ আমি দেখিনি
দেখিনি পাক শাসকের বর্বরতা
রূপকথার মত শুনেছি অগ্রজদের মুখে
পাকবাহিনীর পৈশাচিক অত্যাচারের কথা।


কিন্তু আজ একবিংশ শতাব্দীতে স্বাধীন দেশের বুকে
মা-বোনেরা যেখানে নির্ভয়ে ঘুমানোর ছিল কথা
সেখানে হিংস্র নরপশুর আক্রমনে কেন
এসিড ঝলসানো নারীর আর্তকান্নায়
ভাঙ্গে মাঝ রাতের নীরবতা?
রাস্তায় কিংবা নর্দমায় পড়ে থাকে কেন
বস্তাবন্ধি ধর্ষিতার কিংবা নবজাতকের লাশ?


এসব দৃশ্য দেখার জন্যই কি বাঙ্গালী জাতী
আত্নাহুতি দিয়েছিল, যুদ্ধ করেছিল দীর্ঘ নয় মাস?
এসব বর্বরতা দূর করে দেশটাকে করতে শুদ্ধ
এসো নবীন ঘোষণা করি আর একটা মুক্তিযুদ্ধ।