স্বর্গের অপ্সরী, ওহে পরমা সুন্দরী!
আমার আঙ্গিনে পূর্ণিমার চাঁদ হয়ে এলে
স্বেচ্ছায়, না ভুল করে?
ডাগর ডাগর চাহনীতে আমার চোখে দৃষ্টি রেখে
আবেগের তুলিতে প্রণয়ের অভিনব চিত্র এঁকে
চলে গেছ একা ফেলে।


সে পরিচয়হীন সঙ্গ, দূর্বোধ্য চোখের ভাষা
আর আমার আবেগ তাড়িত ক্ষুদ্র আশা
হৃদয়ে আলোড়িত হয় একটু অবকাশে;
তাই আজিকার এ ঊষারাঙ্গা সকালে
শিশির সিক্ত প্রণয় জ্ঞাপন করি তোমার সকাশে।