নিঃসঙ্গতা আমাকে বুঝিয়ে দেয়
ভুল দরজায় কড়া নাড়বার পাপ
ভালবাসার জীবাণু বড় ক্ষতিকর
আয়না বিচূর্ণে বদলে যায় চেহারার মাপ।
হাতের মুটে কাঁচের টুকরো
বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস ভার
মোমের আলোয় একবিন্দু রক্তের দাগ,
রূপকথার গল্প ভেবে শব্দ সাজাই
পাজলের মতো জুড়তে পারিনা
সুরহীন বেমানান ফাঁক।
স্মৃতিপথ মসৃণ নানান অজুহাতে
রংধনুর ধোঁকাবাজি কত সয়েছে  
মেঘজাল আকাশ।
কুয়াশার সিঁড়িপথে গভীরখাদ
বিকেলের পায়ে শিকল বেঁধে
আচমকা রোদ উঠে ছোট্ট করিডোরে,
বৃষ্টির মতো রক্তিম আভা ঝরিয়ে সূর্য পাড়ি দেয়
নিকশ অন্ধকার, নিঃসীম স্থবিরতা পাশ কাটিয়ে
মুমূর্ষ দীর্ঘশ্বাস ক্লান্ত বাঁশীর ন্যায় ফুশ ফুশ
শব্দে মাঝরাত বিধ্বস্ত অজানা পাখি।
ভোরের সাথে মানুষ পাখি; পাখি মানুষ হয়ে ওঠে
পাখি মায়া পালক ফেলে উড়ে
মানুষ মায়াজাল একে চলে
বিরান ধু-ধু চরে দুইই মিলেমিশে
অজ্ঞাত জগত।


__অজ্ঞাত জগত
১২-০৮-২০১৭
কাজির বাজার ব্রিজ সিলেট।