আকাশ দেবতা আজ বুকে
ধারন করেছে চন্দ্রদেবী কে
কি উতাল পাতাল জ্যোৎস্না।
এমন জ্যোৎস্না রাতে
কত প্রেমিক খোঁজে ফিরে
প্রেমিকার মুখ
তাকিয়ে চাঁদের দিকে,
এইতো আরেকটু পথ
পাড়ি দিলেই ছোঁয়া যাবে চাঁদ কে।
আলো জ্বলমলের ওপাশ
ঘন আঁধার বাস্তবতা
না পাওয়ার দহনে পোঁড়া
ফেঁকাসে দৃষ্টিপাত।
চাঁদের জোছনায় প্রেমিক
করছে ডুবে স্নান
চাঁদটা গলে পরছে চোখে
চোখের বৃষ্টি হয়ে আছে ম্লান।
কি অদ্ভুত প্রেমিক আমি,
আমার চারপাশ টা
মোহনীয় চাঁদের জ্যোৎস্না
তোমার মোহনায় আমি একা।


উৎসর্গঃ প্রেমিক দেলোয়ার ভাই কে।