উপরে ভাল মানুষি প্রসার
মুখোশের ভিতরে নিষ্ঠুরতা
আঘাতের পর আঘাতে ক্ষত-বিক্ষত আমি,
চোখ বন্ধ করে পরে থাকি
আমার এই নিঃসাড় পরে থাকা
শান্তির ঘুম ভেবে ভুল করো না
আমার ঘুম আসে না।
চোখ দু'টো ব্যথায় ঝাপসা আর
বীভৎস স্বপ্নে ছোট হয়ে আসে
তন্দ্রাচ্ছন্ন সুয়ে থাকা মাত্র
ভেবোনা সুখের সুখনিদ্রা
আমার ঘুম আসে না।
রঙচঙা অতীত ফেকাশে
হয়েছে মুখোশ উন্মোচনে
এপাড়া ওপাড়া বলে বেড়াতে
অজস্র মিথ্যে কথা
সত্যিটা বড় শক্তিশালি
মিথ্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসে,
সত্যি জেনেছে সবাই মিথ্যে বলনা
আমার ঘুম আসে না।
অসংখ্য স্বপ্ন দেখেছি প্রতিদিন
শুরু হতেই শেষ হয়ে গেছে সব
এখন আর স্বপ্ন দেখিনা
স্বপ্ন তো বহুদূরের কথা
আমার ঘুমই আসে না।
এই যে রাতের ধ্রুবতারা,
আর এই নিস্তব্ধ নিশ্চুপ সময়
এরা সাক্ষী, আমার ঘুম আসেনা।


__ঘুম আসেনা
০২-০২-২০১৭
মীরের ময়দান সিলেট ।