তোমার চলে যাওয়া
আমাকে খুব ভাবায়নি
যে রাতে বিদায় বলে গেলে
রাত প্রহরীর বাঁশীর শব্দ
ভায়োলিনের করুন সুর
মনে হচ্ছিল মাত্র।
তোমার চলে যাওয়া
আমাকে খুব কষ্ট দেয়নি
সেইরাতে শুধু মনে হচ্ছিল
নিজের মাঝেই বুঝি নিজে নির্বাসিত।
বুঝলে....
তোমার চলে যাওয়া
আমাকে খুব একা করেনি
উজ্জ্বলিত শহরের বুকে
নেমে এসেছিল ঘন অন্ধকার
বিদ্যুৎ চমকানো আলোয়
আবছা আবছা সামনে আসছিলে।
তোমার চলে যাওয়া
আমাকে ঘুমতে দিয়েছে
কড়া অষুধের নেশায়
উতাল পাতাল গর্জন
হচ্ছিল নেড়ী কুকুরের ডাকে।
তোমার চলে যাওয়া
আমাকে কোন অসুবিধায় ফেলেনি
শুধু মাঝরাতে এক অসহ্য
আগুনের কুন্ডুলি সারা গা জ্বালিয়েছে
ভয়ংকর ভাবে কেঁদে উঠেছি
নিশ্চুপ হয়ে যাওয়া রাত
আমাকে বলছিল গৃহত্যাগী হ,
ঢলতে ঢলতে বাহিরে এসে দেখি
তোমায় বিদায় জানানোর যন্ত্রণায়
নারকেল পাতার ফাঁক গলে
বৃষ্টি প্লাবন, যেন বন্যায়
ডুবে আছে আমার শহর।


___তোমার চলে যাওয়া
০৫-০৩-২০১৭