আমার জীবনের প্রথম আদর্শ হলেন আমার পিতা,
যার ছায়াতলে সর্বদা আমি পাই শীতল মায়া।
সকল পিতার কাছে সন্তান অমূল্য এক রতন,
যার মূল্য নির্ধারিত নয় এই জগতের মতোন।
পিতা মানেই ভালোবাসার জাদুর এক পরশ,
যার সংস্পর্শে জগৎ-সংসার বড্ড সহজ।
পিতাবিহীন নিঃস্ব সকলে শৈশবে ভাবে তাই,
নিজের সঙ্গে নতুন সঙ্গ ভুল প্রমাণ দেয় তার।
তখন সন্তানেরা ভুলে যায় শৈশবের সেই স্মৃতি,
পিতা ছাড়া অচল আমরা কী ছিল পিতাহীন পরিণতি!
একটি বার ভেবে দেখা উচিত ছিল তাদের,
পিতার স্থান বৃদ্ধাশ্রমে নয় বরং জগতের সবচেয়ে উচ্চ স্থানে।
পিতার জন্য আজ আমরা এই স্থানেতে আছি,
তাই পিতাকে রাখবো মোরা সর্বদা নিজের কাছাকাছি।