চা’টা ঠান্ডা হয়ে গেল দু-দু’বার।
ধোঁয়া উঠা চায়ে আয়েশে চুমুক দিয়ে
চনমনে অহনায় তোমাকে স্মরিব-
সে সুখেই বানিয়েছি দুঃখের চা।
দুঃখের জলে চা’পাতা জ্বাল দিয়েছি,
তাতে হৃদয়-নিংড়ানো দু’চামচ রক্তদুধ
আর এক চামচ তিতকুটো কষ্ট-চিনি।
দেখতো! তোমাকেই ভাবি শুধু
ঠান্ডা হয়ে যায় চা বারে বারে।
কতবার গরম করতে পারি-
মাইক্রোওয়েভ কি বিরক্ত হবে না?