যখন চাইলাম তোমা' পানে-
  দেখলাম হতবাক ও দু'টি নয়ন;
  ভালো বাসার মেঘ ক'রে বৃষ্টি এসে-
  ধুয়ে ধুয়ে দেয় না পাওয়ার গ্লানি সব।
  পাহাড়ের মত অনড়-
  পাঁয়রার ডানা নির্ভয়ে ওড়ে-
  আকাশের বুক চিরে বার বার।
  অশ্রু ঝরায় নিঃসীম দিগন্তে-
  যেখানে বিছানো স্মৃতি গুলো,
  এলো মেলো ভাবনায় কাটে রাত,
  নিঃসঙ্গ বাসর আমায়-
  ঘিরে কাঁদে অঝোরে,
  সবই আছে শুধু তুমি নেই বলে!