কৃষক মোরা জনম মোদের,
বাংলা মায়ের বুকে ।
কৃষি কাজ করেই শুধু,
জীবন কাটাই সুখে।
                                  
সবার লাগি জীবন দিয়ে,
ফসল ফলাই সেরা ।
নিঃস্বার্থে সবার চেয়ে ,
এগিয়ে আছি মোরা ।


এখন থেকে কৃষি মেলায়,
তোমরা মোদের চিনবে ।
লাউ কুমড়া কলা পেঁপে
একটা কিছু কিনবে?