প্রেয়সী আমার,
কি দেব উপহার,
এ মনের মুকুট-মনি দিলাম তোমায় ।
পথ-হারা পথিক আমি,
তোমা'হৃদয়ে মম স্বামী,
এক মুঠো প্রেম-পুঞ্জিত মনের কোনায় ।
বাসর ঘরে সে-যে ,
লজ্জার বসন-ত্যেজে,
বাসিবে ভাল শরাব ঢালি প্রিয়া ।
ওগো মানসী, ওগো প্রেয়সী,
শুন্য হৃদয়ে ওগো মোর শশী,
জীবনের আলোক-পথ বাহিয়া ।
ঐ তব শুনি আজ,
মোর প্রিয়তমা নাজ,
আসিছে মন ভুলান গান গাহিয়া ।
ভালবাসি প্রেয়সী আমার,
ব্যাথা কভূ দিও না'ক আর,
মম জীবনের প্রভাত মুকুলে ।
দেহ তনু মন ভরিয়ে তুমি,
দাও মোরে পবিত্র চূমি,
তরী ভিড়াব প্রেমের কুলে ।
তোমার সে মালা খানি,
দিচ্ছে বুঝি হাত ছানি,
প্রেম-সাঁয়রে তরী ভাসিয়ে ।
ভরিয়ে গানের ডালি,
স্বপনের জাল বুনি,
বাঁধব ঘর দু'জনে প্রিয়ে ।