চটুল মেয়ের চটুল চোখের
চটুল তারার মাঝে।
হারিয়ে গেছি কখন আমি
অস্ত রবির সাঁঝে।
আমার পানে তাকিয়ে সে যে
একটু খানি হেসে।
'কেমন ছিলে' বললে মোরে
আমায় ভালো বেসে।
হ'তে পারি বন্ধু তোমার
ওগো চটুল মেয়ে।
হৃদয় আমার নিঃস্ব হ'ল
সবই তোমায় দিয়ে।
শুনে কথা অমনি মেয়ে
হাত দুটি মোর ধ'রে।
আঁকড়ে নিলে হৃদয় মাঝে
তাইত আপন ক'রে।
ধন্য হ'ল এ মন আমার
ধরা কুঞ্জ মাঝে।
প্রীতির ডালি দিলেম তোমায়
রক্ত আবীর রাগে।