কবিতার শব্দ গুলো
বড় বেমানান,
  বড় কষ্ট দেয় অত্যাচারীর মনে;
ঝলসানো রুটির মতন।
কখনো ছিলনা ও ঠোটে,
হাসির তুফান,ঝড়ের লাগি
ফেলেনি কখনো দুফোটা চোখের জল,
তবু কেন মনে হয় শুকনো।
সে সব কেমন শুকান-
শুধু আমি আছি বলে।
যদি না থাকত মনে
প্রেম ভাল বাসা;
থাকত না কোন অত্যাচার-
তাইত ভাবি, কেন এমন হয়
সৃষ্টির মাঝে।
সব বুঝি হয়েছে ওলট-পালট
মন্টাও
কোথায় কখন
তাতো জানি না।