অামি কেবলি তলিয়ে যাচ্ছি-
কালের অতল গহব্বরে,
দুঃখ সায়রে অাছড়ে পড়া ঢেউে।
কখনও সংসার কিংবা ভালোবাসার
অজস্র স্মৃতির ক্যানভাসে।


অামি কেবলি পালিয়ে যাচ্ছি-
জীবন থেকে শতরূপে বারবার,
বিনা প্রতিবাদী অবোধের মতো।
কখনও চোখ বুজে কিংবা কাপুরুষের মতো
চুপিচুপি যাচ্ছি দুরে সরে।


অামি কেবলি দেখে যাচ্ছি-
নিয়ম অনিয়মের প্রতিনিয়ত দন্ড,
দূর্বলের অাত্বচিৎকার, অাহাজারী।
কখনও বঁধু কিংবা কিশোরীর সম্ভ্রম
হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়ী ফেরা।


অামি কেবলি প্রতিবাদ করে যাচ্ছি-
বিবেক নামক অদৃশ্য কারো সাথে
তর্কে-বিতর্কে অাত্ববিলাপে; নিজের সাথে।
কখনও কলম দিয়ে কিংবা কবিতার
ভাষায় অনলাইনে "বাংলা কবিতায়"।