অক্ষিকোঁটরে অাজ বিরহ ব্যথার অশ্রু
শ্রাবণের বারিধারা হয়ে কেবলি ঝরছে।
মুঁছবার তরে নেই কোন প্রেয়সি-
ছিঁড়ে গেছে হিয়া তানপুরার তার
সুরটাও ওঠেনা অন্তর বীনায়,
তবুও বেঁচে অাছি।


জীবনের গোঁধুলী বেনারসিতে নিয়েছে বিদায়,
সুখগুলো হারিয়ে গেছে কষ্টের অাঁধারে।
মনটা হয়েছে পাথর;চৈত্রের খরতাপে
হৃদয়ের সাঁজানো ভালোবাসাগুলো-
শুঁকনো পাতার মতো ঝরে গেছে,
তবুও বেঁচে অাছি।