তর তর চল ঘর
  পড় বই-বড় হই
তব হস্ত বই মস্ত
কলম হয়-মন কয়
তব দন্দ কর বন্ধ
     দশ চর জয়,
   এক যখন হয়।


বড় কর্ম ধর ধর্ম
   হয় ধর-নয় মর
এক হই আর কই
   নয় ভয়-জয় হয়
শক্ত মন যত জনগণ
    তব মরণ হয়,
    সর্ব জন কয়।



নিজ বাড়িতে-
রচনাকাল ১০-৯-২০০৭ ইং