ঈদের দিনে¬----- খুশি মনে
নতুন জামায় কিসের টান,
ঈদ গাঁহেতে খুশির বান।
ঈদের দিনে-¬---- -সবার মনে
আনন্দ যেন সর্বক্ষণ,
খোকা খুকু খুশি ভরা সবার মন।
ঈদের দিনে-¬---- -সবার সনে
দিবে সালাম বাড়বে মান,
ঈদ গাঁহেতে খুশির বান।
ঈদের দিনে--¬---- আপন মনে
ভাল কথা ভালমত,
বেছে নিব সঠিক পথ।
ঈদের দিনে-¬---- -মাঠের পানে
আল্লহু আক্বার তাকবীর বলে,
চলবো সবাই দলে দলে।
ঈদের দিনে -¬---- -খুশির বানে
পড়বো নামাজ এক জামাতে,
কলাকুলি সবার সাথে।
ঈদের দিনে--¬----  কারো মনে
কভু যেন দেইনা আঘাত,
বাড়িয়ে দিব সাহায্য হাত।
ঈদের দিনে--¬----  ওরে ধনে
গরিবদের বুকে টান,
ঈদ গাঁহেতে খুশির বান।
ঈদের দিনে --¬----  আসবে ঘনে
অত্যাচারীর কালো হাত,
আসবে আবার সুখের রাত।
ঈদের দিনে --¬---- ঘরের কণে
গরিব দুখিরা রইবে পরে,
ডাকবো তাদের আপন করে।
ঈদের দিনে--¬---- খুশির বানে
খুশি হোক সবার মন,
পরগুলি সব আপনজন।
ঈদের দিনে-¬-----প্রশ্ন মনে
কেন খুশি মন সবার,
এযে সিয়াম সাধনের খুশির জোয়ার।
ঈদের দিনে --¬----  সবার কানে
আসবে আওয়াজ কিসের বানী,
ইসমাঈলের সেই কুরবানি।
ঈদের দিনে-¬---- ফুল বাগানে
বুলবুলিটা গায়রে গান,
ঈদ গাঁতে খুশির বান।


রচনাকালঃ ১৩-৩-২০০৬ইং
বাড়িতে/
শ্রেণীকক্ষে...........ই.