রো<দ মিষ্টি- শীত সৃষ্টি- এইতো বিছায় মাদুর,
ক<নকনে- রোদ সনে- কাব্য পাঠে মধুর।
ন<বান্ন ভরে- বছর ধরে- কাব্য সাঁজে বর-বধুর।।


আ<জ খুশি- লাগছে বেশি- কবিতার জয় গান,
হ<রষে বিষাদে- ছন্দ স্বাদে- কবিতা সব কবিদের প্রাণ।
মে<লা বসে- কাব্য রসে- কবি-কবিতা আসর মাঝে,
দ<রদ  দিয়ে- ভাবনা নিয়ে- যায় লিখে যায়, পাঠে সকাল সাঝে।


রচনাকালঃ ৩০-৮-১৭ইং
সংগলশী, নীলফামারী।