সভ্যতা দানে,
জগৎ পানে_
ধেয়ে আসে লোলুপ দৃষ্টি হিংস্র থাবা,
মানুষ কেন নয় মানুষের,মানুষ কেবা।


সভ্যতা,
হায় সভ্যতা-
অনাকাঙিক্ষত অধিক অতিরঞ্জীত সভ্যতা ধষ,
অধিক লবণ যেন বিষ সম তয়-তরকারি রস।
পরিমিত হলে সুখকর ভোজন,
মধ্যম হোক আজ সভ্যতার ভূষণ।


সভ্যতা,
এই সভ্যতা-
সভ্যতা চাই আজ নিরাপদ সুসভ্যতা।


রচনাকাল ০৭-0৮-২০১৭ ইং