রং!
হে বন্ধু –
তুমি কি জান রং কি?
রং দেখেছো তুমি দেখেছো এর ব্যবহার-
বস্তুতে ক্ষতি না হয়, মরিচা না ধরে,
তাই বলতে পারবে রং কি নিজের মত করে।


জীবনের রং!
হে বন্ধু-
তমি কি জান জীবনের রং কি?
জীবনে যে রং রাঙ্গালে উভয় জীবন হবে কল্যানময়-
তা স্রোষ্টার রং স্রোষ্টার রং ই জীবনের রং বুঝে যাও,
স্রোষ্টা বলেনঃ তোমরা আমার রঙ্গে নিজেকে রণ্জিত করে নাও।


তাই
স্রোষ্টার রঙ্গে নিজেকে রণ্জিত করা,
মানে-
স্রোষ্টার কাছে নিজের ইচ্ছাকে আত্বসমর্পন করা।


রচনাকালঃ ১২-৮-২০১৭
সংগলশী, নীলফামারী।