ভরে জলাভূমি, বাসা বানিয়েছো তুমি;
সে ভাদ্রের কড়া রোদে, পাইনিকো পানি।
মেরেছ ভাইকে মোর, হে পাষাণ খুনী!
অবলা কুকুর প্রাণী – জ্বীন নাকো আমি!
নৈশপ্রহরী – নিঘুম কাটে মোর যামী;
তবু ভোর হতেই, শুধু খাই দৌড়ানি।
অভুক্ত দিবানিশি; মম অন্তরে গ্লানি –
দিতে দানাপানি, তবে মানিতাম স্বামী।


বেমরশুমি বর্ষণে জল দেন বিভু;
হাঁসফাঁস গরমে, আনেন শীতলতা।
তোমাদের কাছে আর চাবো নাকো কভু;
খুঁজে ফিরি ডাস্টবিনে – বুকে প্রসারতা।
না দাও, দিবেন মোরে জগতের প্রভু;
আল্লাহ্‌র দানে, বুঝি তাঁর বিশালতা!