নগরবাসী শান্তিতে, নিশ্চিন্তে ঘুমন্ত;
মধ্যরাতে ভূমিকম্প, সহসা প্রকাণ্ড!
দিগ্বিদিক, আতঙ্কে পড়িমরি ছুটন্ত।
কেঁপে উঠে থরথর মৃত্তিকা, ব্রহ্মাণ্ড।
ভবনগুলি সব একে-একে বিধ্বস্ত;
আহাজারি-গোঙানির ভয়াতুর শব্দ।
থামল কম্প, মানুষ তবুও সন্ত্রস্ত;
হারিয়ে ঘর, আমি পুরোদস্তর জব্দ।


অ্যালার্ম বেজে চলে সাইরেন-নিনাদে!
উঠি কম্পিত শয্যায়, ধড়ফড় বুকে;
ভীত দৃষ্টি যায় চলে পড়শীর ছাদে;
চোখ-পিটপিট বিবি চায় উৎসুকে!
ধকল কাটাতে খাই এক গ্লাস পানি;
মৃদু হেসে, দেখি শিশুর বদন খানি।