আমি আসছি’,ঘন্টাখানেক ফ্যাকাসে রাস্তার ধুলো
জানি তোর দেরি হবে তবুও ঘাম ভেজা অপেক্ষা!
চটজলদি সাজে তোর পছন্দের হাতঘড়ি বাদ পড়েনি,
ষষ্ঠীর অসহ্য ভিড় ঠেলে ফুচকার ঝাল হজম হয়েছে।
তোর দমফাটা হাসির রেস ভুলিয়ে রেখেছে যন্ত্রনা বিলাপ
আজ আমার জ্বর! কাঁপুনি টা বেশ বেড়েছে
তোর ইনবক্সের সান্তনা আজ ম্লান,চোখ জড়িয়ে আসে
আঁকড়ে ধরে ফিরে ফিরে তোর রংতুলির ক্যানভাস।
এখনও চেয়ে দেখা চোখদুটো ঘুমাতে দেয়না,তবু
ফিরে আসার গান হয়তো আত্মঘাতী,সোজা পথনির্দেশ।
তাহলে রয়েছি বেশ ধোঁয়ার ছায়ে রক্তমাখা চোখে,
অজানা স্রোতে মিশে যাবো আর ফিরবোনা হয়তো।
তবু আভাস পাবি রাতের বাতাসে খোলা চুলে
কখনো মাটির ভাঁড়ে চায়ের চুমুকে ভিজে ঠোঁট ঘেঁষে।।