সন্ধ্যার যানজটের ভীড় ঠেলে
ধোঁয়া ধোঁয়া……………..
জমানো আবেগ আলতো ছোঁয়া,
পুলকিত হৃদয় দপ দপ!
ছায়ার মতো মধ্যরাতে হাতছানি
ধুর ! ক্ষীণ হাসি বোকা বোকা..
মুহূর্ত, মূহুর্ত ইস! সময়ের জটিলতা
স্নাত ঘামের মায়াবী গন্ধ জড়ানো হাসি,
অন্তরের প্রয়াস জাগায় ভালোবাসি..
ঝিরঝিরে বৃষ্টির অলংকার
তোমায় ছুঁলে,বিরক্ত মন হিংসা জাগে
তুমি শুধু আমার শুধু আমার।
সময়ের বাস্তবতায় ব্যাকুল মন
একাকিত্ব ফের গ্রাস করে…
চেয়ে থাকা আবার একদিন।।